ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর সদরপুর উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

স্বেচ্ছাসেবক দলের শহর শাখার আহ্বায়ক হাসানুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি শহিদ পারভেজ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল কুদ্দস, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন, সহদফতর সম্পাদক দিলদার হোসেন, জেলা তাঁ‍তী দলের আহ্বায়ক মাহমুদ কলি, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাবিক হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মনছুর নান্নু, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলে সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ সরদার বাবু, ইসলামী ঐক্যজোট নেতা হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবদুল মতিন, মহিলা দলনেত্রী বিলকিস ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লিটন বিশ্বাস ও ছাত্রদল নেতা হেমায়েত হোসেন।

এছাড়া, অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
জিসিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।