ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে জরুরি বৈঠক করছেন দলটির চেয়াপারসন খালেদা জিয়া।

রোববার (০৩ জুলাই) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন বিএনপি প্রধান।

বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত আছেন।  
 
সম্প্রতি গুলশান হামলার ঘটনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

 

বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।