ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির দু’পক্ষের পৃথক শোক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বরিশালে বিএনপির দু’পক্ষের পৃথক শোক সভা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বরিশালে বিএনপির দুইপক্ষের নেতাকর্মীরা পৃথক শোক র‌্যালি ও সভা করেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দিকে শহরের অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুখ গ্রুপের নেতাকর্মীরা শোক সভা করেন।

মনিরুজ্জামান ফারুখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন মেবুল, সাধারণ সম্পাদক জিয়াদ্দিন সিকদার, সহ সম্পাদক অনোয়ারল হক তারিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে দলীয় কাযালয় থেকে নেতাকর্মীরা র‌্যালি বের করতে চাইলে তা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

এদিকে, অশ্বিনী কুমার হলের সামনে শোক সভা করে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি। সভা শেষে নেতাকর্মীরা র‌্যালি বের করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।