ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

নীলফামারীতে বিএনপির শোক র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
নীলফামারীতে বিএনপির শোক র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নীলফামারীতে শোক র‌্যালি করেছে জেলা বিএনপি।
 
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর বাজারের দলীয় কার্যালয় চত্বরে ফিরে শোক সভায় মিলিত হয়। মিছিলে নেতাকর্মীরা কালো পতাকা বহন ও কালো ব্যাচ ধারণ করেন।  

এতে জেলা বিএনপির সহ সভাপতি জহুরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু ছাড়াও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।