ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

খুলনায় বিএনপির শোকসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
খুলনায় বিএনপির শোকসভা

খুলনা: খুলনায় বিএনপির শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় দেশি-বিদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে ও নিহতদের স্মরণে মঙ্গলবার (১২ জুলাই) মহানগর ও জেলা বিএনপি পৃথক পৃথকভাবে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।

খুলনা জেলা বিএনপির শোকসভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। জেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. গাজী আব্দুল হক।

বিএনপির কেন্দ্রী০য় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মহানগর বিএনপির শোকসভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মুশার্রফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, রেহানা ঈসা, আজিজুল হাসান দুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।