ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

নড়াইলে বিএনপির সভা ও র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
নড়াইলে বিএনপির সভা ও র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে শোক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হাসান।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুন্ডু, অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন মঞ্জু, জেলা কৃষকদলের সভাপতি ফারুক হোসেন হেমায়েত, সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খবীর রেজা, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দেলোয়ার রহমান, জেলা শ্রমিকদলের আহ্বায়ক সাইদুজ্জামান আমল, সদস্য সচিব মুশফিকুর রহমান বাচ্চু প্রমুখ।

এদিকে, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানের নেতৃত্বে নড়াইল শহরে শোক র‌্যালি বের হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।