ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সভাপতি জামিনে মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সভাপতি জামিনে মুক্ত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞা জামিনে মুক্তি পেয়েছেন।

তার জামিনের কপি রোববার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্তি পান।

শিবগঞ্জ উপজেলা বিএনপি দফতর সম্পাদক মো. সারোয়ার জাহান সেন্টু জানান, চলতি বছরের ৫ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার কানসাটে বিএনপি জোটের কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শাহজাহান আলীর বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়।

গত ৫ জুন তিনি আদালতে হাজিরা দিতে চাঁপাইনবাবগঞ্জ আদালতে উপস্থিত হলে বিচারক এক মামলায় জামিন মঞ্জুর করলেও অপর দুই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে হাইকোর্ট থেকে গত ২৭ জুন একটি মামলায় ও ১৭ জুলাই অপর একটি মামলায় জামিন পান শাহজাহান আলী।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।