ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

নীলফামারী ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
নীলফামারী ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

নীলফামারী: পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় গ্রেফতার হয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযম (৩৬)।

সোমবার (১৮ জুলাই) দুপুরে জেলা শহরের হাজী মহসিন সড়কের এবাদত প্লাজা চত্বর থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
 
নীলফামারী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারিছ উদ্দীন বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ৯ এপ্রিল বিএনপির ডাকা হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়।
 
পরে ওই ঘটনায় এসআই আরমান আলী বাদী হয়ে বিএনপির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৫ নম্বর আসামি মোর্শেদ আজম।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।