ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

মেহেরপুরে স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
মেহেরপুরে স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: প্রতারণার মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি  মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে মেহেরপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি ) শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তোফায়েল আহমেদ ব্র্যাক ব্যাংকের মেহেরপুর শাখা থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সে টাকা পরিশোধ না করায় শাখা ব্যাবস্থাপক সাইফুল ইসলাম বাদী হয়ে ২০১৪ সালে প্রতারণার অভিযোগ একটি মামলা করেন।

গত ৩১ মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তোফায়েল আহামেদকে ২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেন।

এদিকে, পৃথক দুটি অস্ত্র মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের মুকুলকে হোসেন নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।