ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

কুমিল্লায় রোববার ছাত্রদলের হরতালের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
কুমিল্লায় রোববার ছাত্রদলের হরতালের ডাক

কুমিল্লা: অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডের রায় শনিবারের মধ্যে প্রত্যাহার না করলে রোববার কুমিল্লা জেলায় অর্ধ দিবস হরতাল পালন করবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার এ ঘোষণা দেন।

তিনি  জানান, শনিবারের মধ্যে তারেক রহমানের এ রায় প্রত্যাহার করা না হলে রোববার কুমিল্লা জেলায় অর্ধ দিবস হরতাল পালন করা হবে।

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬/আপডেট:১৩৫২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।