ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

তারেকের রায়ের প্রতিবাদে না’গঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
তারেকের রায়ের প্রতিবাদে না’গঞ্জে আইনজীবীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলা আদালতপাড়ায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শাহীন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, অ্যাডভোকেট আজিজুল হক নান্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট মোস্তাক, অ্যাডভোকেট মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।