ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

দেশের পথে ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
দেশের পথে ফখরুল

ঢাকা: দেশের উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে রওনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লন্ডন থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।


 
তিনি জানান, শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সঙ্গে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী।
 
ব্রিটেনের হাউস অব কমন্সে বক্তব্য দেওয়ার জন্য কয়েকদিন আগে লন্ডন যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
 
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।