ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

মঠবাড়িয়ায় ছাত্রদলের ২ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মঠবাড়িয়ায় ছাত্রদলের ২ কর্মীকে কুপিয়ে জখম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপির মিছিলে অংশ নিতে আসা ছাত্রদলের দুই কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরে মিছিল বের করতে কার্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয় সংলগ্ন বালুর মাঠে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের দুই কর্মী আরিফুল হক (২৩) ও সোহেল মিয়াকে (১৮) কুপিয়ে জখম করে।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।