ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

তারেকের সাজার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
তারেকের সাজার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: তারেক রহমানের অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩ জুলাই) রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পার্কের মোড় এলাকা প্রদিক্ষণ শেষে আবারো ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইমরান খান শ্রাবন, আল মুরসালিন মুন্না, আদিল ও আসিফ প্রমুখ।

বক্তারা বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য পায়তারা চলছে। বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। মিথ্যা মামলা, জেল জুলুম ও ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল ও নিঃশ্বেষ করা যাবে না। অবিলম্বে তারেক রহমানের নামে ষড়যন্ত্রম‍ূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘন্টা, জুলাই ২৩, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।