ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির মিছিলে পুলিশি বাধা, রাস্তায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বিএনপির মিছিলে পুলিশি বাধা, রাস্তায় সমাবেশ ছবি: বাংলানিউজ

রাজশাহী: পুলিশি বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা।

তারেক রহমানের সাজার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে শনিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর মালোপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ের ভিড় করেন নেতাকর্মীরা।

দলের নেতাকর্মীরা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হওয়ার পর বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

পরে কার্যালয়ের সামনে রাস্তার ওপরই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।