ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

তারেকের মামলা প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
তারেকের মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।

জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এমএইচ মনির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ‘মিথ্যা’ মামলায় তারেক রহমানের সাজা হওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃস্বার্থ মুক্তি দাবি করা হয়।

এছাড়া গুম, খুন, হত্যা ও নির্যাতন বন্ধের আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে গুম ও খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।