ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেট: ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (২৭ জুলাই) দুপুরে নগরীর সুবিদবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানায় সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা, জরিমানা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানান বক্তারা।

সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শোয়েব বখত চৌধুরী, জেহিন আহমদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ছাত্রদল নেতা আবির হাসান মুহিন, খন্দকার মনিরুজ্জামান মনির, ইমাদ উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, মনসুর আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এসএম সেফুল প্রমুখ।

বাংলাদেশ সময়:১৭৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।