ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

‘জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়বে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
‘জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়বে বিএনপি’ ছবি: ডি এইচ বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অা স ম হান্নান শাহ বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়বে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অালাপ-অালাচনা করা হবে।

তখন সরকারকেও অাহ্বান জানাবো। তাতে সাড়া না দিলে ভাববো, অাপনারাও সন্ত্রাসের সঙ্গে জড়িত’।

শনিবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জিয়া পরিষদের ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক অালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হান্নান শাহ বলেন, ‘সরকার সন্ত্রাসীদদের তথ্য না নিয়ে বিএনপি নেতাদের তথ্য নিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এই সরকার সন্ত্রাসীদের ‘প্রত্যক্ষ মদদদাতা’। এটি একটি ‘অপদার্থ’ সরকার।

জাতীয় ঐক্যের বিষয়ে হান্নান শাহ বলেন, ‘তারা (সরকার) বলছে, সন্ত্রাসবিরোধী ঐক্য হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তাদের ঐক্য হয়নি। তাদের ঐক্য হয়েছে এক সময়কার গণবাহিনীর ইনুর সঙ্গে’।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এসই/ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।