ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

গাইবান্ধায় বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, জুলাই ৩১, ২০১৬
গাইবান্ধায় বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা: নাশকতার মামলায় গাইবান্ধার সাঘাটা ও পলাশবাড়ি উপজেলা বিএনপি ও ছাত্রদলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।

৬ নেতাকর্মী হলেন, সাঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন প্রধান লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু মিয়া, পলাশবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব গফুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বকুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া ও বিএনপির কর্মী ওয়াহেদ মিয়া।

এরআগে দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।