ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

পলাশবাড়ীতে যুবদলের ১১ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
পলাশবাড়ীতে যুবদলের ১১ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা: নাশকতা মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপনসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা ওই নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালত পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে যুবদলেল ১১ নেতাকর্মী স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।