ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর মিলাদে যোগ দিবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর মিলাদে যোগ দিবেন খালেদা

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিবেন খালেদা জিয়া।

শুক্রবার (০৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (০৬ আগস্ট) বাদ মাগরিব ধানমন্ডি ৫ নম্বর সড়কের বাসায় তারেকের শ্বশুরের ৩২তম মৃত্যুবার্ষিকীর এ মিলাদ অনুষ্ঠিত হবে।

মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হবে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
১৯৮৪ সালের ৬ আগস্ট সাবেক নৌপ্রধান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ইকবাল বান্দ বানু, দুই মেয়ে শাহিনা খান জামান ও জোবাইদা রহমানকে রেখে যান।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।