ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির নতুন নির্বাহী কমিটিতে সাকাপুত্র হুম্মাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বিএনপির নতুন নির্বাহী কমিটিতে সাকাপুত্র হুম্মাম হুম্মাম কাদের চৌধুরী

ঢাকা: বিএনপির নতুন ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে নির্বাহী কমিটি ঘোষণা করেন।


 
৫০২ সদস্যের নির্বাহী কমিটিতে হুম্মাম ছাড়াও নতুন মুখ রয়েছেন আরও ১১৩ জন। এতে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ১৯ জন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ এবং যুগ্ম-মহাসচিব হয়েছেন ৭ জন।

বাংলাদেশ সময়: ১৮১৮৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।