ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পদ পেলেন নেতার আত্মীয়-স্বজনরাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
পদ পেলেন নেতার আত্মীয়-স্বজনরাও

ঢাকা: বিএনপির নতুন কমিটিতে পরিবারতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। সিনিয়র অনেক নেতার ছেলে-মেয়ে আত্মীয় স্বজন নতুন কমিটিতে ঢুকে পড়েছেন।

পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ। স্বজন হারানো শূন্যপদে ঢুকেছেন কেউ কেউ।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের ছেলে শাহরিন ইসলাম তুহিন, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ছোট ভাই মির্জা খোকন, গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ অপর্ণা রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুন রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছিরউদ্দিনের ছেলে মীর হেলালউদ্দিন নতুন কমিটিতে পদ পেয়েছেন।
 
চেয়ারপারসনে উপদেষ্টা হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা বাবার সঙ্গেই খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন।
 
এ ছাড়া নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন। বন্দি অবস্থায় মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাও রয়েছেন নতুন কমিটিতে।
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝোলা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং নতুন কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরীও রয়েছেন নতুন কমিটিতে।
 
বাংলাদেম সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।