ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

খালেদাকে শ্রিংলা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত

ঢাকা: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রামে ভারত দৃঢ়ভাবে পাশে আছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবহিত করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (০৯ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান।

একইসঙ্গে চরমপন্থাকে রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

শ্রিংলা বলেন, ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সকল রুপ এবং এর উত্থানকে নিন্দা করে এবং এমন অর্থহীন সহিংসতার কোনো যুক্তি হতে পারে না।

হাইকমিশনার দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করে বলেন, ভারত সব সময় বাংলাদেশের সহযোগী।

তিনি এর অর্থনৈতিক উন্নয়ন, সার্বভৌমত্বের ওপর নির্ভরশীল রাষ্ট্রীয় ও পরিপক্ব প্রগতি, সমতা, বন্ধুত্ব, বিশ্বাস এবং দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়া, সম্মিলিত উন্নয়ন এবং এ অঞ্চলের যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

এ প্রেক্ষাপটে হাইকমিশনার জনগণকে সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও সংযোগ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন এসব তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেপি/এএসআর

**
খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।