ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সোহেলের বাড়িতে পুলিশি তল্লাশিতে ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
সোহেলের বাড়িতে পুলিশি তল্লাশিতে ফখরুলের নিন্দা

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    
বুধবার (১০ আগস্ট) বিকেলে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে আমরা এখন এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছি।

বর্তমান অবৈধ সরকারের আমলে দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে কোনো নাগরিকেরই স্বাধীনভাবে চলাফেরা, বাক-ব্যক্তি স্বাধীনতা কিংবা জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়-দেশটা এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশি বিভিন্ন কর্মকাণ্ডে সেটির প্রকাশ অত্যন্ত স্পষ্ট।

ফখরুল বলেন, আজ সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশি তল্লাশির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।