ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই (ইন্না লিল্লাহি....রাজিউন)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কলকাতার মুকুন্দপুরের রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলুর রহমান পটলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
নাটোর-১ (লালপুর-বাগাতিবাড়ি) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। আর আগের বিএনপি সরকারের সময় ১৯৯১-৯৬ সাল পর্যন্ত প্রথমে যোগাযোগ ও পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ফজলুর রহমান পটল ১৯৭৫ সালের আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। তিনি রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে বিএনপিতে যোগদান করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এজেড/এএসআর