ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

কোকোর কবর জিয়ারত করলেন ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
কোকোর কবর জিয়ারত করলেন ফখরুল ছবি : শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কোকোর ৪৭তম জন্ম দিবস উপলক্ষে শুক্রবার (১২ আগস্ট) বিকেল রাজধানীর বনানীতে কবর জিয়ারত করেন তিনি।

এ সময় বিএনপি নেতা মো. শাহজাহান, শ্যামা উবায়েদ, জাতীয় দলের ফুটবলার আমিনুল হকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে মোনাজাতে কোকোর রুহের মাগফেরাত কামনা করেন। মোনাজাত শেষে কবরস্থানের পূর্ব ও দক্ষিণ পাশের গেটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ফখরুল।

কোকোর জন্ম দিবস উপলক্ষে বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের নেতারা খাবার বিতরণের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমএফআই/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।