ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

‘দলকে এগিয়ে নিতে চাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
‘দলকে এগিয়ে নিতে চাই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থেকে দলকে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, ‘একজন ভাইস চেয়ারম্যান হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।

অতীতের মতোই ম্যাডামের পাশে থেকে দলকে সুসংগঠিত করে বিএনপিকে এগিয়ে নিতে চাই।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে শহরের চরপাড়া মোড়ে একটি বেসরকারি ক্লিনিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি নেতা-কর্মীদের দেওয়া এক সংবর্ধনায় ডা. এজেডএম জাহিদ এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অন্যদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপি নেতা রতন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, তাঁতী দল নেতা জামাল, পিন্টু, কবির, কৃষক দল নেতা মিন্টু, শাহীন, মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী খালেদা আতিক, ফরিদা ইয়াসমীন পারভীন, জেলা ছাত্রদল নেতা মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপিকে যারা দুর্বল করতে চায় তারাই কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। বর্তমান কমিটিতে যারা গুরুত্বপূর্ণ পদ-পদবী পেয়েছেন রাজপথেই তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।