ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

‘খালেদা-তারেককে গালি দিয়েও পদ পেয়েছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, আগস্ট ১৩, ২০১৬
‘খালেদা-তারেককে গালি দিয়েও পদ পেয়েছেন’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১/১১ এর সময় যারা মান্নান ভূঁইয়ার পেছনে ঘুরঘুর করেছে এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে গালিগালাজ করেছেন তারা অনেকে নতুন কমিটিতে পদ পেয়েছেন।

 

শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে তাতী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তবে কমিটিতে বাদ পড়া নেতাকর্মীদের ধৈর্য্য ধরতে হবে উল্লেখ করে হান্নান শাহ বলেন, যারা বাদ পড়েছেন সময়ের তাগিদে ষড়যন্ত্রকারীদের বাদ দিয়ে ত্যাগীদের কমিটি স্থান দিতে হবে।

দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির নতুন কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।