ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

পটলের মরদেহ দেখতে গেলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
পটলের মরদেহ দেখতে গেলেন খালেদা

ঢাকা: বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মরদেহ দেখতে তার বনশ্রীর বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে এগারটায় পটলের রাজধানীর বনশ্রীর (রোড নম্বর-০১, ব্লক-এফ, বাসা নম্বর-০২) বাসায় যান তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া পটলের মরদেহের পাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় পটলের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

এর আগে শনিবার সন্ধ্যায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা থেকে পটলের মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থেকে বনশ্রীর বাসায় নেওয়া হয় তার মরদেহ।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এজেড/আরইউ/এমজেএফ

**
দেশে পটলের মরদেহ, থাকবে বারডেমের হিমঘরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।