ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

খালেদার জন্মদিনে বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
খালেদার জন্মদিনে বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল হয়।

এতে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
আয়োজন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা অবগত আছেন বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের অনুষ্ঠান বাতিল করেছেন। কারণ তিনি মনে করেন, বর্তমানে দেশের সামাজিক, রাজনৈতিক ও বন্যা পরিস্থিতিতে জন্মদিন পালন ঠিক হবে না।
 
ফখরুল বলেন, দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান, তার ছোট ছেলে কোকোর আত্মার শান্তি কামনা, অসুস্থ তারেক রহমানের সুস্থতা ও নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসনের ৭১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।
 
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্যাহ আমান, খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।