ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় ফখরুলের নিন্দা

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মসজিদের বাংলাদেশি ইমাম ও তার সঙ্গীকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার নিউইয়র্কে মসজিদে বাংলাদেশি ইমাম ও তার সঙ্গীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই হত্যাকাণ্ডটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

হত্যাকারীরা মানবতা ও মানবজাতির শত্রু।

বিএনপি মহাসচিব দুই বাংলাদেশির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি জানান গভীর সমবেদনা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।