ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

ফজলুর রহমান স্মরণে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
ফজলুর রহমান স্মরণে দোয়া মাহফিল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বাদ জোহর মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় ঈদগাহ মাঠে স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নাটোর জেলা বিএনপির সহ সভাপতি রহিম নেওয়াজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু, মরহুমের ছেলে ইয়াসির আরশাদ রাজন, জেলা বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সাংগঠনির সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ।

স্মরণসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।