ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জনের নামে মামলা

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল পলিটেকনিক কলেজের ছাত্র আসাদুজ্জামান ফাহিম।

পরে বিকেলে আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন, সাইদুল, মেহেদি, মুন্না হাওলাদার, জাহিদ, বেল্লাল, রাকিব, রাজিব, ফয়সাল ওরফে ছোট ফয়সাল, রক্তিম, কনক, মুসা, জিতু, মেহেদি ওরফে ছোট মেহেদি, রুহুল ও সালমান।

গত ২৭ মে বরিশাল পলিটেকনিক কলেজের প্রবেশমুখে প্রতিপক্ষের হামলায় আহত হয় ফাহিমসহ ৩ জন। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রেজা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

একই ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় আরো একটি মামলা রয়েছে। নিহত রেজার ভাই  রিয়াজউদ্দিন ওই মামলাটি করেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।