ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

কমলনগরে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
কমলনগরে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের হাজিরহাট বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।


 
এ সময় ফলকন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাহাত সর্দারের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত, ১৬ আগস্ট মঙ্গলবার কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।