ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

নতুন স্থায়ী কমিটিকে নিয়ে বৈঠকে বসেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
নতুন স্থায়ী কমিটিকে নিয়ে বৈঠকে বসেছেন খালেদা

ঢাকা: বৈঠকে বসেছে বিএনপির নতুন স্থায়ী কমিটি। কাউন্সিলের পর গঠিত এ স্থায়ী কমিটির প্রথম বৈঠক এটি।

এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

দলীয় সূত্র মতে, কাউন্সিলের পর গঠিত স্থায়ী কমিটির কলেবর বাড়ানোর বিষয়, জাতীয় ঐক্যের ডাক সংক্রান্ত বিষয়াদি এবং পরবর্তী কর্মসূচি বিষয়ে আলোচনা হতে পারে।

নবগঠিত এ স্থায়ী কমিটির নতুন মুখ হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। কিন্তু কমিটির প্রথম বৈঠকেই অনুপস্থিত দু’জন। এদের মধ্যে অনুপ্রবেশের অভিযোগে সালাহউদ্দিন বন্দি রয়েছেন ভারতের শিলংয়ে। আর আমীর খসরু রয়েছেন বিদেশ ভ্রমণে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।