ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: স্বেচ্ছাসেবকদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার চৌমুহনা থেকে শুরু হয়ে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয় র‌্যালি।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরীর নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র নেতা ফয়জুল করিম ময়ুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জল ও সাব্বির আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।