ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার আয়োজনে মহানগর দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় তিনি বেলুন উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, ময়েজ উদ্দিন চুন্নু, নুরুল ইসলাম লিটন ও শাকিল আহমেদ, শরিফুল আনাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমআরএম/জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।