ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে না.গঞ্জে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে না.গঞ্জে মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে।  

বুধবার (২৪ আগস্ট) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিলটি বের হলে পুলিশের বাধার মুখে পড়ে।

এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
 
পরে যুবদল নেতারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।  

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম, খন্দকার খোরশেদ, জেলা যুবদলের সেক্রেটারি শাহ আলম মুকুল, ফতুল্লা থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সোনারগাঁও থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াছিন নোবেল, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদল নেতা রিটন প্রমুখ।
 
মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে ধ্বংস করার চক্রান্তের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভবিষ্যতে সরকারকে এসব কারণে কড়া জবাব দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।