ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

হাফিজ ইব্রাহিমের রিভিউ খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
হাফিজ ইব্রাহিমের রিভিউ খারিজ

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে বিএনপির  সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।


 
হাফিজ ইব্রাহিমের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও দুনীর্তি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

এর আগে গত বছরের ২৪ আগস্ট দুদকের এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাফিজ ইব্রাহিমকে ১৩ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।
এছাড়াও তিন মাসের মধ্যে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে পুনঃশুনানির নির্দেশ দেন।

এ রায় রিভিউ চেয়ে আবেদন করেন হাফিজ ইব্রাহিম।
 
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ইএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।