ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদার বাণী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদার বাণী

ঢাকা: কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সংবাদমাধ্যমে পাঠানো বাণীতে খালেদা বলেন, কবি কাজী নজরুল ইসলাম আমাদের সামনে চলার অন্তহীন প্রেরণার উৎস।

মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা ও গান যুদ্ধরত মুক্তিযোদ্ধা ও এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে, উজ্জীবিত করেছে। আজো আন্দোলন সংগ্রামে তার কবিতা ও গান আমাদের শক্তি ও সাহস জোগায়।

মানব প্রেমের এক অনন্য দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম উল্লেখ করে বাণীতে তিনি আরও বলেন, তার রচনা আমাদের উদ্বুদ্ধ করে। সাহিত্যকর্ম চিরকাল স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।

মৃত্যুবার্ষিকীতে আমি কবির রুহের মাগফিরাত কামনা কর‍ছি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।