ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

চর ভদ্রাসনে বন্যার্তদের বিএনপির ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
চর ভদ্রাসনে বন্যার্তদের বিএনপির ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় গাজিরটেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন দলটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) শ্যামা ওবায়েদ।

চর ভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি মোতাজ্জেল হোসেন মৃধার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামা ওবায়েদ, বিশেষ অতিথি ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, ভাঙা উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
আরকেবি/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।