ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে কেরির বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
খালেদার সঙ্গে কেরির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই বৈঠক শুরু হয় বিকেল ৪টা ২০ মিনিটে।

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় বিকেল ৫টা ২০ মিনিটে। যাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে ব্রিফ করা হবে।

***খালেদার সঙ্গে জন কেরির বৈঠক চলছে

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।