ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পরে দোয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হবে।
এরপর দুপুর ২টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

এছাড়া সারাদেশে মহানগর, জেলা, থানা/উপজেলা, পৌরসভা ও সব ইউনিটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে উদযাপনের জন্য দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।