ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

খালেদার উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চান সঞ্জীব চৌধুরী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
খালেদার উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চান সঞ্জীব চৌধুরী

ঢাকা: ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাংবাদিক সঞ্জীব চৌধুরী।

বুধবার (৩১ আগস্ট) রাতে পদত্যাগ চিঠি তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঠিয়েছেন।

যাতে বলা হয়েছে, নানা রোষানলের সময় তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সত্য তুলে ধরতে বিন্দুমাত্র বিচ্যুত হননি। তবে নতুন এই দায়িত্বে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণে থাকতে পারছেন না। ফলে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।