ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবিতে আলোচনা সভা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবিতে আলোচনা সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, ৭৫-এর ১৫ আগস্টের পর দেশ এক গভীর সংকটে পড়ে। এই সংকটময় অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়া জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপির মতো একটি বৃহৎ সংগঠন। যার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ পুনঃরুদ্ধার হয়। যা বর্তমানেও গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার কাজ করে যাচ্ছে।

সভায় জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোমের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শরিফ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।