ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

‘সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
‘সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব’

ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক অর্থমন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার প্রতি জানাছি গভীর শ্রদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব।

‘তার অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।