ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

ঈদুল আজহা উপলক্ষে ফখরুলের শুভেচ্ছা বাণী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ঈদুল আজহা উপলক্ষে ফখরুলের শুভেচ্ছা বাণী

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।

ফখরুল বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রতী হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষাকে মনে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সোহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হতে হবে।

ঈদুল আজহার আনন্দ সবার জীবনকে করে তুলুক আনন্দময়।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।