ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপি নির্মূলের রাজনীতিতে বিশ্বাস করে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
বিএনপি নির্মূলের রাজনীতিতে বিশ্বাস করে না ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নির্মূলের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়‍ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত কর‍া হবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ- বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে, কে বিরোধী দল।

প্রধানমন্ত্রীকে দেশের গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে তিনি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জান‍ান।

খালেদা জিয়ার দূর্নীতির মামলা প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে এক-দেড়শ’ কোটি টাকা লুট-পাটের পরও যখন বিচার হয় না, অন্যদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ‍ুর্নীতির মিথ্যা মামলার বিচার হয়- এটা দুঃখজনক।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমত উল্যাহ্, তকদির হোসেন জসিম, আবেদ রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
টিএইচ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।