ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): জাতীয় জাদুঘর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে ফেলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিদের্শ এ বিক্ষোভ মিছিল করে ঢাকা জেলা বিএনপি’র কর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপি’র নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক সরিয়ে ফেলেছে। স্বাধীনতা যুদ্ধে যারা জিয়ার অবদানকে অস্বীকার করে শুধুমাত্র আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা করে তার স্বাধীনতা পদক ও কবর সরিয়ে ফেলতে চান, তারাই স্বাধীনতাবিরোধী।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা বিএনপির কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।